মিল ব্যারাক পুলিশ লাইন্স মাঠে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন ডিআইজি হাবিবুর রহমান

ঢাকা জেলার ঐতিহ্যবাহী মিল ব্যারাক পুলিশ লাইন্স মাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন বাংলাদেশ পুলিশের আইকন ঢাকা রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব হাবিবুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার)।
এসময় পবিত্র ঈদুল ফিতরের নামাজে উপস্থিত ছিলেন ডিআইজি ঢাকা রেঞ্জ অফিসের অতিরিক্ত ডিআইজিগণ এবং ঢাকা জেলা পুলিশের সাবেক পুলিশ সুপার জনাব শাহ মিজান শাফিউর রহমান, বিপিএম (বার), পিপিএম, অতিরিক্ত ডিআইজি এবং ঢাকা জেলার সু্যোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মারুফ হোসেন সরদার বিপিএম, পিপিএমসহ ঢাকা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।