বরিশাল সিটি কর্পোরেশনে সমন্বয় সভায় বিএমপির অতিঃ পুলিশ কমিশনার

বিডিএফএন টোয়েন্টিফোর.কম
আজ ২৪ এপ্রিল আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে নাগরিক সেবা নিশ্চিতকরণে বরিশাল সিটি কর্পোরেশন কর্তৃক আয়োজিত বরিশাল ক্লাবের সমন্বয় সভায় যোগদান করেন, বিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম। সভায় সভাপতিত্ব করেন, বিসিসি মেয়র জনাব সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।
সভায় যোগদান করে এ ধরনের একটি সমন্বয় সভা আয়োজনের জন্য বরিশাল সিটি কর্পোরেশন কে সাধুবাদ জানিয়ে তিনি বলেন, আসন্ন ঈদে ঘরমুখো মানুষের যাতায়াতকে নিরাপদ ও নির্বিঘ্ন করার মাধ্যমে পবিত্র ঈদুল ফিতর শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে হবে। আর এজন্য সরকারি-বেসরকারি, স্বায়ত্তশাসিত, স্বেচ্ছাসেবী ও ব্যক্তিগত পর্যায়ে আমরা যারা মাঠে কাজ করব; আমাদের নিজেদের কাজের ভেতর সুসমন্বয় সাধন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি নিজেদের কাজের মধ্যে সমন্বয় সাধনের মাধ্যমে আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ আরো অনেকে।