ভোলা জেলা পুলিশের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিডিএফএন টোয়েন্টিফোর.কম
ভোলা জেলা পুলিশের উদ্যোগে গতকাল ২১ রমজান, ২৩ এপ্রিল, ২০২২ খ্রিঃ, ১০ বৈশাখ, ১৪২৯ বঙ্গাব্দ শনিবার বিকাল ৫টায় পুলিশ লাইন্স, ভোলায় “পবিত্র মাহে রমজান” উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, ভোলার সভাপতিত্বে উক্ত ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মোঃ মহাসিনুল হক, জেলা ও দায়রা জজ, ভোলা, জনাব তৌফিক-ই-লাহী চৌধুরী, জেলা প্রশাসক, ভোলা, মোঃ সাহেদ ছাত্তার, জোনাল কমান্ডার কোস্টগার্ড, ভোলা, আব্দুল মমিন টুলু, চেয়ারম্যান, জেলা পরিষদ, ভোলা, নূর জাহান ইসলাম, পুনাক সভানেত্রী, ভোলা, মোঃ শফিকুল ইসলাম, ডেপুটি কমান্ডার, ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদ, এম হাবিবুর রহমান, সভাপতি, প্রেসক্লাব ভোলা সহ ভোলা জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, আলেম-ওলামাগণ, প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় আছাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), ভোলা, মোঃ ফরহাদ সরদার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ভোলা, মোঃ জহুরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল), ভোলা, মোঃ মাসুম বিল্লাহ, সহকারি পুলিশ সুপার, (তজুমুদ্দিন সার্কেল) ভোলা, সকল থানার অফিসার ইনচার্জগন সহ জেলা পুলিশের সকল পর্যায়ের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে দেশ-জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।