নিয়ম কানুন মেনে যানবাহন চালালে মহাসড়কে যানজটের সৃষ্টি হবে না: ডিআইজি

বিডিএফএন টোয়েন্টিফোর.কম
রাজশাহী রেঞ্জের পুলিশের ডিআইজি আব্দুল বাতেন বিপিএম পিপিএম বলেছেন, উত্তর-পশ্চিমাঞ্চলের ২২ জেলার সব ধরণের যানবাহন বঙ্গবন্ধু সেতু হয়ে উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের উপর দিয়ে চলাচল করে।
পরিবহন সেক্টরে জড়িত সবাই যদি নিয়ম কানুন মেনে যানবাহন চালায় তাহলে মহাসড়কে কোন রকম যানজটের সৃষ্টি হবে না। বুধবার দুপুরে বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের সলংগা থানার নির্মাণাধীন নলকা ব্রিজ পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেণ, বর্তমান সরকার সাধারণ মানুষের কথা চিন্তা করে এলেঙ্গা থেকে রংপুর পর্যন্ত ১৯০ কিলোমিটার মহাসড়ক ফোরলেনে উন্নীত করণের কাজ করছে।
এজন্য নিয়ম কানুন মেনে যানবাহন চালানোর জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান তিনি। বঙ্গবন্ধু সেতু গোলচত্বর থেকে নব নির্মিত নলকা সেতু হয়ে চান্দাইকোনা পর্যন্ত মহাসড়কের ঝুঁকিপূর্ণ স্থানগুলো পরিদর্শন করেন তিনি।
এ সময় পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম, হাইওয়ে পুলিশ সুপার মুন্সি সাহাবুদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) নূরে-আলম সিদ্দিকী, ওসি নজরুল ইসলাম, ওসি মোসাদ্দেক হোসেন, ওসি লুৎফর রহমান ও পুলিশ কর্মকর্তাগণসহ বিভিন্ন মিয়িার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।