কেএমপি’র মাদক বিরোধী অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

বিডিএফএন টোয়েন্টিফোর.কম
গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ১) ইসান কবির খান@ জ্যোতি(৩৮), পিতা-মোঃ হুমায়ুন কবির, সাং-সুলতান আহম্মেদ রোড মৌলভীপাড়া, থানা-খুলনা এবং ২) মোঃ আরিফুল ইসলাম(২১), পিতা-আনছার শেখ, সাং-মশিয়ালী পূর্বপাড়া চানমারী রোড, থানা-খানজাহান আলী, খুলনা মহানগরীদ্বয়’কে খুলনা মহানগরীর খুলনা ও খানাজাহান আলী থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে।
উপরোক্ত মাদক ব্যবসায়ীদ্বয়ের নিকট হতে ১০০ গ্রাম গাঁজা এবং ৩০ পিস ইয়াবা ট্যাবলেট আলামত হিসাবে উদ্ধার করা হয়েছে।
এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ২ টি মাদক মামলা রুজু করা হয়েছে।