শিরোনাম

South east bank ad

বরিশালে ঈদ-উল-ফিতর উপলক্ষে আইন শৃংখলা সংক্রান্ত বিশেষ সভা

 প্রকাশ: ২১ এপ্রিল ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   পুলিশ

বরিশালে ঈদ-উল-ফিতর উপলক্ষে আইন শৃংখলা সংক্রান্ত বিশেষ সভা

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

আজ বৃহস্পতিবার (২১ এপ্রিল) দুপুরে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ড. বেনজীর আহমেদ, বিপিএম-বারের সভাপতিত্বে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সার্বিক আইন শৃংখলা সংক্রান্ত ভার্চুয়াল সভা (ভিডিও কনফারেন্স) অনুষ্ঠিত হয়।

আইজিপির সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ভার্চুয়াল সভায় এডিশনাল ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ, পুলিশ কমিশনার বিএমপি মোঃ শাহাবুদ্দিন খান, বিপিএম-বার বিএমপির সকল শীর্ষ কর্মকর্তাদের নিয়ে সংযুক্ত হন।

এ-সময় আইজিপি আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে, দেশবাসী যেন অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে তাদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব উদযাপন করতে পারে সেই লক্ষ্যে বাংলাদেশ পুলিশের সকল ইউনিট প্রধান দের সংশ্লিষ্ট সকলের সাথে সমন্বয় সাধন করে দায়িত্ব পালনের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।

এছাড়াও তিনি পুলিশ সদস্যদের সার্বিক কল্যাণ সাধন, শৃংখলার উন্নয়ন ও আইন-শৃঙ্খলা সংক্রান্তে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।
উল্লেখ্য যে, বাংলাদেশ পুলিশের সকল ইউনিট প্রধানগণ ভিডিও কনফারেন্সের মাধ্যমে উক্ত সভায় অংশগ্রহণ করেন।

BBS cable ad

পুলিশ এর আরও খবর: