অভিযোগকারীর ফোন পেয়ে নিজেই ঘটনাস্থলে হাজির হলেন পুলিশ সুপার, নরসিংদী

২০ এপ্রিল ২০২২ অপরাহ্নে নরসিংদী মডেল থানাধীন বাসাইল এলাকায় এক নারীকে তার স্বামীর বাড়ির লোকজন মেনে না নেয়া এবং শারীরিক নির্যাতনের বিষয়ে পুলিশ সুপার, নরসিংদী কাজী আশরাফুল আজীম, পিপিএম-কে অবহিত করলে পুলিশ সুপার নিজেই ঘটনাস্থলে হাজির হন। এ সময় সিভিল সার্জন নরসিংদী ডাঃ মোঃ নুরুল ইসলাম উপস্থিত ছিলেন। পুলিশ সুপার অভিযোগকারীকে ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নরসিংদী মডেল থানা পুলিশ-কে নির্দেশ প্রদান প্রদান করেন।