গাজীপুরে মাসিক অপরাধ পর্যালোচনা অনুষ্ঠিত

বিডিএফএন টোয়েন্টিফোর.কম
আজ রোববার (১৭ এপ্রিল) এস. এম শফিউল্লাহ্ বিপিএম, পুলিশ সুপার, গাজীপুরের সভাপতিত্বে ফেব্রুয়ারী/২২ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা
অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় বিভিন্ন ক্যটাগরিতে জেলার শ্রেষ্ঠ অফিসারদেরকে পুলিশ সুপার মহোদয় ক্রেস্ট, সনদপত্র সহ পুরস্কার প্রদান করেন।
এসময় মোঃ গোলাম রব্বানী শেখ পিপিএম (বার) অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ); মোহাম্মাদ ছানোয়ার হোসেন পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ); মোঃ আমীনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি); কাজী মোঃ সালাহ্উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার(ট্রাফিক); সানজিদা আফরিন, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল; ফারজানা ইয়াছমিন, অতিরিক্ত পুলিশ সুপার, কালীগঞ্জ সার্কেল সহ সকল থানার অফিসার ইনচার্জ, ওসি ডিবি, ডিআইও-১, কোর্ট ইন্সপেক্টরসহ বিভিন্ন ইউনিটের কর্মকর্তাবৃন্দ।