শিরোনাম

South east bank ad

আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রনে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সর্বোচ্চ তৎপর থাকবে: অতিরিক্ত আইজিপি

 প্রকাশ: ১৬ এপ্রিল ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   পুলিশ

আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রনে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সর্বোচ্চ তৎপর থাকবে: অতিরিক্ত আইজিপি

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-০১, আশুলিয়া, ঢাকা কর্তৃক ঢাকা ইপিজেড এর ইনভেস্টরস্ ক্লাবে আয়োজিত আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে শিল্পাঞ্চল এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজেএমইএ এর নেতৃবৃন্দ, শিল্প প্রতিষ্ঠানের মালিক, মালিক প্রতিনিধি এবং শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ মোঃ মাহাবুবর রহমান, বিপিএম, পিপিএম মহোদয় উপস্থিত ছিলেন।

সভায় অতিরিক্ত আইজিপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্ব, সিদ্ধান্ত গ্রহণে দূরদর্শীতা ও মাঠ পর্যায়ে বাস্তবায়ন নিশ্চিত করার ফলে বাংলাদেশের অর্থনীতির ভিত সুদৃঢ় হয়েছে। ফলে, বাংলাদেশ বিশ্বের অনেক দেশের ‍উন্নয়নের রোল মডেল প্রতিষ্ঠিত এবং অচিরেই জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় রূপান্তরিত হয়ে উন্নত দেশের কাতারে সামিল হবে।

তিনি আরো বলেন, শিল্প সংশ্লিষ্ট সকলকে নিজ জায়গা থেকে সঠিকভাবে নিজেদের দায়িত্ব-কর্তব্য পালন করার পাশাপাশি দেশের শিল্প খাতের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করতে হবে। দেশের শিল্প খাতের উন্নয়ন ও সমদ্ধিতে সরকার কর্তৃক গৃহীত সকল সিদ্ধান্ত বাস্তবায়নে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ দক্ষতা ও পেশাদারিত্বের মনোভাব নিয়ে অতীতের ন্যায় আগামী দিনগুলোতে কাজ করবে।

এছাড়াও আসন্ন ঈদে সরকার ঘোষিত শ্রমিকদের পাওনা যথাসময়ে প্রদানের জন্য মালিকবৃন্দে প্রতি অনুরোধ করেন এবং শ্রমিকদেরকেও আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার জন্য আহ্বান জানান।

মতবিনিময় সভায় উপস্থিত বিভিন্ন পদমর্যাদার ব্যক্তিবর্গ তাঁদের বক্তব্যে, আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে অত্র শিল্পাঞ্চল এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ইন্ডাস্ট্রিয়াল পুলিশকে সমন্বিতভাবে সহযোগিতার মাধ্যমে কোন ধরনের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে দেওয়া হবে না আশ্বাস প্রদান করেন।

উক্ত অনুষ্ঠানে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-০১, আশুলিয়া, ঢাকা ইউনিটের পুলিশ সুপার, ঢাকা ইপিজেডের জিএম ও অন্যান্য উধ্বর্তন কর্মকর্তাবৃন্দ, বিজিএমইএ এর নেতৃবৃন্দ, অতিরিক্ত পুলিশ সুপারবৃন্দ, সহকারী পুলিশ সুপারবৃন্দসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ফ্যাক্টরীর মালিক ও মালিক প্রতিনিধি, শ্রমিক নেতৃবৃন্দ ও প্রিন্ট-ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

BBS cable ad

পুলিশ এর আরও খবর: