সাফল্যের দ্বিতীয় বর্ষপূর্তিতে আইজিপিকে ভোলা জেলা পুলিশের অভিনন্দন

বিডিএফএন টোয়েন্টিফোর.কম
তিনি স্নিগ্ধ আলোয় নতুন দিগন্তের ভোর, পরিবর্তনের কান্ডারী, বঙ্গবন্ধুর স্বপ্নপূরণে বদ্ধপরিকর, তিনি সিদ্ধান্ত গ্রহণে আপষহীন, কর্ম সম্পাদনে সিদ্ধহস্ত, তিনি বিপদে সামনে থেকে নেতৃত্ব দানকারী, তিনি বাংলাদেশ পুলিশের অভিভাবক ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) সাফল্যের দ্বিতীয় বর্ষপূর্তিতে আপনাকে ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে সশ্রদ্ধ শুভেচ্ছা ও অভিনন্দন।
গণ মানুষের সেবা নিশ্চিতে বদলে যাওয়া বাংলাদেশ পুলিশকে দক্ষ হাতে সংকল্প চিত্তে নেতৃত্ব দেওয়ায় আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা। আপনার দেখানো পথ ধরেই জাতির পিতার প্রত্যাশিত জনগণের পুলিশ হওয়ার পথে এগিয়ে যাব আমরা।আপনার ভিশন বাস্তবায়নে আমরা সংকল্পবদ্ধ।