ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ময়মনসিংহে শ্রমিক অসন্তোষ নিরসনে নিরাপত্তা জোরদার

বিডিএফএন টোয়েন্টিফোর.কম
গতকাল অত্র ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫, ময়মনসিংহ শিল্পাঞ্চলের সাব-জোন-১ এলাকার "গ্লোরী টেক্সটাইল এন্ড এ্যাপারেলস্ লিঃ" এর শ্রমিকগণ মার্চ/২২ খ্রিঃ মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধ করাসহ বিভিন্ন দাবি দাওয়ার বিষয়ে সকাল আনুমানিক সাড়ে ৭টায় হইতে উক্ত ফ্যাক্টরির অভ্যন্তরে অসন্তোষ বিক্ষোভ ও কর্মবিরতি করতে উদ্যোগ নেয়। এছাড়া মহাসড়ক অবরোধ করতে প্রস্তুতি গ্রহণ করে।
শ্রমিকদের দাবিগুলো হল, মালিক এসে শ্রমিকদের সাথে সরাসরি কথা বলতে হবে, শ্রমিক ছাটাই কেন করা হলো, বেতন অদ্য ১০.০০ঘটিকার মধ্যে ঢুকতে হবে, ইফতার দিতে হবে, গাড়ী ভাড়া দিতে হবে, মালিক এসে যদি বলে আমার কারনে বেতন দেরী হয়েছে তা আমরা মেনে নিব।কোন গন্ডোগোল করব না, প্রত্যেক মাসের ৭ কর্ম দিবসের মধ্যে বেতন, ওভার টাইম নিশ্চিত করতে হবে।
বিষয়টি ইন্টেলিজেন্স টিমের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫, ময়মনসিংহ ইউনিটের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান অবগত হয়ে তাৎক্ষনিকভাবে উক্ত কারখানায় বাড়তি পুলিশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি মালিকপক্ষের কর্মকর্তাদের সহিত আলোচনা সাপেক্ষে অসন্তোষ নিরসনকল্পে সাব জোন-১ এর ইনচার্জ সহকারী পুলিশ সুপার কাজী সাইদুর রহমান ও পুলিশ পরিদর্শকগণদের প্রেরণ করেন।
পুলিশ কর্মকর্তাগণ ফ্যাক্টরিতে উপস্থিত হয়ে মালিক প্রতিনিধি ও শ্রমিক নেতৃবৃন্দের সাথে আলোচনার মাধ্যমে সমঝোতায় তাৎক্ষনিকভাবে সকল শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করেন। মালিকপক্ষ বাকি দাবিগুলো দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করবেন বলে সম্মতি দেন। এছাড়া অদ্য তারিখ ১ দিনের সাধারণ ছুটি ঘোষণা করেন। বিষয়টি মেনে নিয়ে শ্রমিকগণ তাদের নিজ নিজ আবাসস্থলে চলে যায়। বর্তমানে শিল্পাঞ্চল এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক আছে। গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।