শিরোনাম

South east bank ad

সিলেট রেঞ্জাধীন ৩৯ থানায় একটি করে গৃহ নির্মাণ করা হয়েছে

 প্রকাশ: ১০ এপ্রিল ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   পুলিশ

সিলেট রেঞ্জাধীন ৩৯ থানায় একটি করে গৃহ নির্মাণ করা হয়েছে

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

আজ রোববার (১০ এপ্রিল) বাংলাদেশ পুলিশের ব্যবস্থাপনায় সারা দেশের ৬৪ জেলার প্রতিটি থানায় একটি হতদরিদ্র পরিবারের জন্য নির্মিত গৃহ হস্তান্তর অনুষ্ঠিত হয়।

গণপ্রজতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উক্ত গৃহ হস্তান্তর অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। সারা বাংলাদেশের ন্যায় ইতোমধ্যে সিলেট রেঞ্জাধীন ৩৯ থানায় একটি করে গৃহ নির্মাণ করা হয়েছে।

রেঞ্জের ৩৯ টি থানায় ৩৯জন গৃহহীন হতদরিদ্রদের মাঝে নতুন ঘর উপহার হিসেবে তুলে দেন গণপ্রজতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া পুলিশের নিজস্ব উদ্যোগে প্রতিটি থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক এর শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

এ সময় সিলেট রেঞ্জ থেকে ভার্চুয়াল মিডিয়ার মাধ্যমে সিলেট রেঞ্জের ডিআইজি জনাব মফিজ উদ্দিন আহম্মেদ, পিপিএম, বিপ্লব বিজয় তালুকদার, অতিরিক্ত ডিআইজি, সিলেট রেঞ্জ, সিলেট, মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম, পুলিশ সুপার, সিলেট জেলা, মোঃ জেদান আল মুসা, পুলিশ সুপার, রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, সিলেটসহ অত্র রেঞ্জের বিভিন্ন পদ মর্যাদার পুলিশ সদস্যগণ উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে অংশ গ্রহন করেন।

BBS cable ad

পুলিশ এর আরও খবর: