শিরোনাম

South east bank ad

রেলওয়ে জেলা পুলিশ, চট্টগ্রাম কর্তৃক বিশেষ অভিযান কার্যক্রম

 প্রকাশ: ০৫ এপ্রিল ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   পুলিশ

রেলওয়ে জেলা পুলিশ, চট্টগ্রাম কর্তৃক বিশেষ অভিযান কার্যক্রম

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

মোহাম্মদ হাছান চৌধুরী, পুলিশ সুপার, রেলওয়ে জেলা, চট্টগ্রামের নির্দেশনায় গত ১ এপ্রিল হতে মাসব্যাপি রেলওয়ে জেলা পুলিশ, চট্টগ্রাম কর্তৃক ট্রেনে ছাঁদে/ইঞ্জিনে অবৈধ ভ্রমণ রোধ, হকার রোধে, টিকেট কালোবাজারি রোধে বিশেষ অভিযান শুরু হয়।

বিশেষ অভিযানে এস আই সাইফুল ইসলাম, ইনচার্জ, ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ি ফেনী রেলওয়ে স্টেশনে ছাদে ভ্রমণ, অবৈধ হকার রোধকল্পে বিভিন্ন অভিযান কার্যক্রম পরিচালনা করেন। অবৈধভাবে হকার করার অপরাধে গত ১/৪/২০২২ তারিখ ০৪ জনের নিকট হতে ৪০০ টাকা জরিমানা, গত ০২/৪/২০২২ তারিখ অবৈধ হকার করার অপরাধে ০৮ জনের নিকট হতে ৫৮০ টাকা, বিনা টিকেটে ভ্রমণের অপরাধে ০৪ জনের নিকট হতে ৩২০ টাকা জরিমানা আদায় করা হয়, গত ০৩/০৪/২০২২ তারিখ ০৩জন ভিক্ষুককে মুচলেকা গ্রহন করা হয়, গত ০৪/০৪ /২০২২ তারিখ অবৈধভাবে হকার করার অপরাধে ১১জনের নিকট হতে ৮৮০ টাকা জরিমানা অাদায় করা হয় এবং বিনা টিকেটে ট্রেন ভ্রমণ করার অপরাধে ১২জনের নিকট হতে ১২৪০ টাকা জরিমানা অাদায় করা হয়।

আজ ৫ এপ্রিল বিশেষ অভিযান পরিচালনা করে চাঁদপুরগামী সাগরিকা ট্রেনের ছাদে অবৈধভাবে ভ্রমণ করায় ১/ রবিউল (২১) পিতা- আঃ মমেন সাং পুরকইল থানা- লাকসাম জেলা- কুমিল্লা,২/মোঃ আজিম(১৮) পিতা- মৃত বাবুল সাং কাশিমপুর থানা+জেলা- ফেনী ৩/নুরুজ্জামান (২৫) পিতা- জালাল আহম্মদ সাং হাজারিগন্জ থানা- চরফ্যাশন জেলা- ভোলাদের আটক করে ফেণী রেলওয়ে পুলিশ ফাঁড়ির নন এফ আই আর নং ০৩/২২ তারিখঃ ৫/০৪/২০২২ ধারা রেলওয়ে আইনের ১১৩/১১৮অনুযায়ী বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

এছাড়াও এসআই ইসমাইল হোসেন সিরাজী, ইনচার্জ, কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ি কুমিল্লা রেলওয়ে স্টেশনে ট্রেনের ছাঁদে/ইঞ্জিনে অবৈধ ভ্রমণ এবং হকার রোধকল্পে বিভিন্ন অভিযান কার্যক্রম পরিচালনা করেন। অবৈধভাবে হকার করার অপরাধে গত ০১/৪/২০২২ তারিখ ০৩জনের নিকট হতে ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়। ট্রেনে ছাঁদে ভ্রমণ/ ইঞ্জিনে অবৈধ ভ্রমণ এবং হকার রোধে অভিযান অব্যাহত আছে।

BBS cable ad

পুলিশ এর আরও খবর: