ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের বক্তব্য

বিডিএফএন টোয়েন্টিফোর.কম
গত ২ এপ্রিল, ২০২২ খ্রিঃ আনুমানিক সকাল ৮:৩০ মিনিটে তেজগাঁও কলেজের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক ড. লতা সমাদ্দার তার কর্মস্থলে যাবার পথে একজন ইউনিফর্ম পরিহিত পুলিশ সদস্য কর্তৃক অনাকাঙ্ক্ষিত আচরণের সম্মুখীন হন- মর্মে অভিযোগ করেন। বিষয়টি নিয়ে তিনি ঘটনাস্থলের পাশে দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট এর শরণাপন্ন হলে তার পূর্বেই উক্ত পুলিশ সদস্য মোটরসাইকেলযোগে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে- বলেও তিনি জানান। ট্রাফিক সার্জেন্টের পরামর্শক্রমে ড. লতা সমাদ্দার শেরেবাংলা নগর থানায় এসে বিষয়টি উল্লেখপূর্বক একটি সাধারণ ডায়েরি করেন।
শেরেবাংলা নগর থানা পুলিশ বিষয়টি জানতে পেরে অত্যন্ত গুরুত্বের সাথে বিষয়টির তদন্ত শুরু করে। বিভিন্ন প্রযুক্তিগত সহায়তা ও তথ্য বিশ্লেষণ করে দ্রুততম সময়ের মধ্যেই অভিযুক্ত পুলিশ কনস্টবল এবং তার মোটরসাইকেলটি শনাক্ত করা সম্ভব হয়।
অভিযুক্ত পুলিশ সদস্যের পদবী ও নাম কনস্টবল মোঃ নাজমুল তারেক (৩২)। নাজমুল ২০১১ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করে, তার নিজ জেলা যশোর। সর্বশেষ সে ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রটেকশন বিভাগে কর্মরত ছিল। তদন্তের স্বার্থে তার মোটরসাইকেলটির মালিকানা যাচাই করে মালিকানা সঠিক পাওয়া যায়।
অভিযোগকারীর দায়ের করা সাধারণ ডায়েরিটির তদন্ত কার্যক্রম চলমান (শেরেবাংলা নগর থানার সাধারণ ডায়েরি নং ৮৯, তারিখঃ ০২/০৪/২০২২ খ্রিঃ)। সাধারণ ডায়েরিটি তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা জানতে কাজ করছে শেরেবাংলা নগর থানা পুলিশ।
অভিযোগকারী ড. লতা সমাদ্দার ইতোমধ্যে অভিযুক্তকে শনাক্ত করার বিষয়টি জেনে স্বস্তি প্রকাশ করেছেন। একই সাথে দ্রুত ব্যবস্থা নেয়ায় পুলিশকে ধন্যবাদ এবং পুলিশি কার্যক্রমে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।