শিরোনাম

South east bank ad

সাইবার অপরাধ প্রতিরোধে আঞ্চলিক সহযোগিতা বাড়াতে বললেন আইজিপি

 প্রকাশ: ০৫ এপ্রিল ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   পুলিশ

সাইবার অপরাধ প্রতিরোধে আঞ্চলিক সহযোগিতা বাড়াতে বললেন আইজিপি

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, বর্তমানে আন্তর্জাতিক পরিমণ্ডলে সাইবার অপরাধের আধিক্য পরিলক্ষিত হচ্ছে। ক্রমবর্ধমান সাইবার অপরাধ থেকে পরিত্রাণের লক্ষ্যে বিভিন্ন দেশের আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে পুলিশের পারস্পরিক সহযোগিতা বাড়ানো প্রয়োজন।

আজ সোমবার বিকেলে নয়াদিল্লির বিজ্ঞান ভবনে ভারতের সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই) আয়োজিত সাইবার ক্রাইম ও ডিজিটাল ফরেনসিকস বিষয়ক দ্বিতীয় জাতীয় কনফারেন্সে আইজিপি এসব কথা বলেন।

সাইবার অপরাধ কীভাবে আঞ্চলিক থেকে ব্যক্তি পর্যায়ে প্রভাবিত করে, এর পটভূমি সংক্রান্ত তথ্য ও বিভিন্ন ঘটনা তুলে ধরেন আইজিপি। তিনি সাইবার অপরাধ প্রতিরোধে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির ওপর জোর দেন।

কনফারেন্সে ইন্টারপোলের প্রতিনিধি এবং জাপান, অস্ট্রেলিয়া ও মালদ্বীপ পুলিশের প্রতিনিধিসহ দেশীয় ও আন্তর্জাতিক প্রযুক্তি বিশেষজ্ঞরা অংশ নেন।

BBS cable ad

পুলিশ এর আরও খবর: