পবিত্র মাহে রমজানে গুলশান বিভাগের রেস্তোরাঁ মালিকদের সাথে পুলিশের সমন্বয় সভা

বিডিএফএন টোয়েন্টিফোর.কম
পবিত্র মাহে রমজান উপলক্ষে আজ রোববার (৩ এপ্রিল) সকাল ১১ ঘটিকায় গুলশান বিভাগের হোটেল/রেস্তোরাঁর মালিকদের সাথে নিরাপত্তা বিষয়ক এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন গুলশান বিভাগের উপ পুলিশ কমিশনার মোঃ আসাদুজ্জামান (পিপিএম বার)।
উক্ত সভায় মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী স্বাস্থ্যবিধি মেনে যথাযথ প্রক্রিয়ায় বিক্রি করার আহবান জানানো হয়। স্বাস্থ্যকর খাবার সুনিশ্চিত করতে এ সময় আহবান জানানো হয়, অন্যথায় আইনগত ব্যবস্থার বিষয়ে সকলকে অবহিত করা হয়। একইসাথে ইফতার সামগ্রী রাস্তায় টেবিল স্থাপন করে বিক্রয়ের বিষয়ে নিরুৎসাহিত করা হয়েছে। ফুটপাতে ও রাস্তায় জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত রাখার আহবান জানানো হয় উক্ত সভায়।
হোটেল/রেস্তোরাঁর মালিকদের পক্ষ থেকে কেউ কেউ এ সময় নিজেদের অবস্থান থেকে বক্তব্য তুলে ধরেন।
এ সময়ে পবিত্র মাহে রমজান ভাবগাম্ভীর্যের সাথে পালনের বিষয়ে সকলে ঐক্যমতে পৌঁছান। ডিসি গুলশান এ সময়ে সকলকে ধন্যবাদ দিয়ে সভার কার্যক্রম শেষ করেন।
উক্ত সভায় গুলশান বিভাগের সকল এডিসি, এসি, ওসিসহ ইন্সপেক্টরগণ উপস্থিত ছিলেন।