শিরোনাম

South east bank ad

কেএমপি'র অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনারের অবসরজনিত বিদায় সংবর্ধনা

 প্রকাশ: ৩১ মার্চ ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   পুলিশ

কেএমপি'র অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনারের অবসরজনিত বিদায় সংবর্ধনা

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

আজ বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুরে কেএমপি হেডকোয়ার্টার্স সম্মেলন কক্ষে পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞার সভাপতিত্বে কেএমপি'র অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড সিপি) মোঃ কামরুজ্জামান, পিপিএম এর অবসরজনিত বিদায় উপলক্ষে ক্রেস্ট ও ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।

কেএমপি'র এই বিচক্ষণ বিদায়ী অতিথির বিদায় উপলক্ষে উপস্থিত শীর্ষ পুলিশ কর্মকর্তাবৃন্দ কেএমপি'তে অবস্থানকালীন কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন।

কেএমপি'র মান্যবর পুলিশ কমিশনার তার অতীতের বর্ণাঢ্য কর্মজীবনের প্রশংসা এবং অবসরোত্তর জীবনের সুস্থ্যতা কামনা করেন।

উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কেএমপি'র অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) সরদার রকিবুল ইসলাম, বিপিএম; ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) মোল্লা জাহাঙ্গীর হোসেন; ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ আনোয়ার হোসেন; বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) রাশিদা বেগম, পিপিএম-সেবা; ডেপুটি পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ এহ্সান শাহ; ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি) বি.এম নুরুজ্জামান, বিপিএম; ডেপুটি পুলিশ কমিশনার (এফএন্ডবি) শেখ মনিরুজ্জামান মিঠু; ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ তাজুল ইসলাম এবং ডেপুটি পুলিশ কমিশনার (আরসিডি) মনিরা সুলতানা-সহ কেএমপি'র ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ।

BBS cable ad

পুলিশ এর আরও খবর: