খুলনা জিলা স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

বিডিএফএন টোয়েন্টিফোর.কম
গতকাল বুধবার (৩০ মার্চ) সকাল ৮ ঘটিকায় খুলনা জিলা স্কুল প্রাঙ্গণে বেলুন ও ফেস্টুন উড্ডয়ন কর্মসূচির মধ্য দিয়ে খুলনা জিলা স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২২ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। উক্ত অনুষ্ঠানে শিক্ষার্থীবৃন্দ প্যারেড প্রদর্শনী ও কুচকাওয়াজ এর মাধ্যমে আমন্ত্রিত অতিথিবর্গকে অভিবাদন জানান।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২২ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পারেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।
খুলনা জেলা স্কুল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিভাগীয় কমিশনার খুলনা মোঃ ইসমাইল হোসেন, এনডিসি; খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা; খুলনা অঞ্চলের মাধ্যমিক ও উচ্চশিক্ষা পরিচালক প্রফেসর শেখ হারুনর রশিদ; খুলনা অঞ্চলের মাধ্যমিক ও উচ্চশিক্ষা উপ-পরিচালক এ.এস.এম আবদুল খালেক; জেলা প্রশাসক খুলনা ও সভাপতি, খুলনা জিলা স্কুল পরিচালনা পর্ষদ মোঃ মনিরুজ্জামান তালুকদার; খুলনা জিলা স্কুলের প্রধান শিক্ষক ফারহানা নাজ।
এছাড়া উক্ত অনুষ্ঠানে আরো ও উপস্থিত ছিলেন গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবকবৃন্দ এবং স্কুলের শিক্ষার্থীবৃন্দ।স্থিত আছেন।