শিরোনাম

South east bank ad

ভোলায় টিআরসি পদে নিয়োগ পরীক্ষায় চুড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের ফুলেল শুভেচ্ছা

 প্রকাশ: ৩০ মার্চ ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   পুলিশ

ভোলায় টিআরসি পদে নিয়োগ পরীক্ষায় চুড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের ফুলেল শুভেচ্ছা

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

প্রধানমন্ত্রী ঘোষিত রুপকল্পে ২০৪১ সালে উন্নত সমৃদ্ধ বাংলাদেশের কাঙ্খিত পুলিশ নিয়োগে মেধা, যোগ্যতা ও শতভাগ স্বচ্ছতা বজায় রেখে ভোলায় বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার (২৯ মার্চ) মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, ভোলা এর সভাপতিত্বে গঠিত তিন সদস্যের নিয়োগ বোর্ড ভোলা জেলা পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা-২০২২ এর চুড়ান্তভাবে উত্তীর্ণ ৪৯ (উনপঞ্চাশ) জনের নাম ঘোষনা করেন।

উল্লেখ্য যে, প্রাথমিকভাবে ১৫৭৮ জন অনলাইনে আবেদন করেন। এর মধ্যে PET (Physical Examination Test) এ উত্তীর্ণ হয়ে ৫০৬ জন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন, লিখিত পরীক্ষায় ১৬১ জন উত্তীর্ণ হয়ে ভাইভায় অংশগ্রহণ করেন।

ফলাফল ঘোষণার পূর্ব মুহূর্তে সমবেত নিয়োগ প্রার্থীদের উদ্দেশ্যে পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্প ২০৪১ এর আলোকে উন্নত দেশের পুলিশ বাহিনী গড়ে তোলার মাধ্যমে সেবা নিশ্চিত করার উদ্দেশ্যে বাংলাদেশ পুলিশের আইকন ও অভিভাবক ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) এর নির্দেশনা মোতাবেক গতবারের ন্যায় এবারও শতভাগ স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত প্রক্রিয়ায় মেধা ও যোগ্যতার ভিত্তিতে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ সম্পন্ন হয়েছে”।

তিনি আরো বলেন আমরা ভোলা জেলাবাসীকে আশ্বস্ত করেছিলাম একটি স্বচ্ছ ও সুন্দর নিয়োগ উপহার দেওয়ার, আমরা আমাদের কথা রেখেছি।তিনি উত্তীর্ণ সকলকে আগামী দিনে ‘চাকরি নয়, সেবা’ এই মহান ব্রতে উজ্জীবিত হয়ে বাংলাদেশ পুলিশে অবদান রাখার আহ্বান জানান। এ সময় নিয়োগ বোর্ডের সদস্য সহ ভোলা জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

BBS cable ad

পুলিশ এর আরও খবর: