ডিবির অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ি গ্রেফতার

বিডিএফএন টোয়েন্টিফোর.কম
গতকাল মঙ্গলবার (২৯ মার্চ) সাড়ে ৬টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশের এসআই(নিঃ) অঞ্জন সিংহ, এএসআই(নিঃ)/মোঃ আশরাফ আলী, কনস্টেবল/১৯৮৫ মোঃ আব্দুল হেলিম, কনস্টেবল/১২৬০ আসাদ মিয়া কনস্টেবল/১৫৩০ এমরান হোসেন এবং ড্রাইকং/১৮৮০ শুভ -দের নিয়ে মহানগর গোয়েন্দা পুলিশের টহলরত টিম গোপন সংবাদের ভিত্তিতে কাতয়ালী মডেল থানাধীন কাষ্টঘর সাকিনস্থ পুকুর পাড়স্থ মা স্টিল কিং নামীয় দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ সুমন মিয়া (২৪), পিতা- মৃত আলকাছ মিয়া, সাং- মাইজপাড়া (দক্ষিনপাড়া), থানা-দূর্গাপুর, জেলা-নেত্রকোনা, বর্তমানে-সাদিয়া রেষ্টুরেন্ট, লালবাজার, থানা- কোতয়ালী, জেলা- সিলেট নামীয় এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেন।
গ্রেফতারকালে উক্ত আসামীর হেফাজাত হতে ১০ (দশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী জানায় যে, সিলেট শহরের কাষ্টঘর এলাকা হতে উক্ত ইয়াবা ট্যাবলেট পাইকারী দরে ক্রয় করে এনে ঘটনাস্থল এলাকা সহ আশপাশ এলাকার মাদক সেবীদের নিকট খুচরা দরে বিক্রি করে থাকে।
উক্ত মাদক ব্যবসায়ির বিরুদ্ধে এসএমপি কোতয়ালী মডেল থানায় এজাহার দায়ের করলে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে।