ময়মনসিংহে কোতোয়ালীর অভিযানে পরোয়ানাভুক্তসহ গ্রেফতার সাত

বিডিএফএন টোয়েন্টিফোর.কম
ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন অভযোগে সাতজনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে আইন শৃংখলা নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান চালিয়ে আসছে পুলিশ। এ অভিযানের অংশ হিসাবে গত ২৪ ঘন্টায় বিভিন্ন অপরাধের দায়ে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
এর মাঝে এসআই মোঃ শাহজালালের নেতৃত্বে একটি টীম নগরীর ঢোলাদিয়া থেকে চুরি মামলার আসামী ইসমাইল মিয়াকে গ্রেফতার করে। এসআই কুমোদলাল দাসের নেতৃত্বে একটি টীম চরপাড়া এলাকা থেকে ডাকাতির চেষ্টা (পুরাতন) মামলার আসামী মোঃ সোহেল, এসআই মানিকুল ইসলামের নেতৃত্বে একটি টীম গাজীপুরের বোর্ড বাজার অপহরন (পুরাতন) মামলার আসামী মধ্য বাড়েরার রনি মিয়াকে গ্রেফতার করে।
এছাড়া এসআই আবুল কাশেম, এসআই এসএম নূর মোহাম্মদ, এসআই আশিকুল হাসান এবং এএসআই আবুল কালাম আজাদ পৃথক অভিযান চালিয়ে আদালতের পরোয়ানাভুক্ত চার আসামীকে গ্রেফতার করে। তারা হলো, হুমায়ুন, সোহেল পাঠান ও মোঃ চান মিয়া ওরফে খোকা। এদের একজনের নামে একাধিক পরোয়ানা রয়েছে বলে পুলিশ জানায়। বৃহস্পতিবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।