গুলশান বিভাগের 'স্পোর্টস উইক-২০২২' শুরু

বিডিএফএন টোয়েন্টিফোর.কম
গতকাল মঙ্গলবার (৮ মার্চ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান বিভাগে সপ্তাহব্যাপী 'স্পোর্টস উইক-২০২২' এর শুভ উদ্বোধন ঘোষণা করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম বিপিএম (বার) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় এই সপ্তাহব্যাপী স্পোর্টস উইক-২০২২ এর শুভ উদ্বোধন করেন।
গুলশান বিভাগের এই আয়োজনে কয়েকটি ইভেন্টের প্রতিযোগিতা হচ্ছে। ইভেন্টগুলোর মধ্যে রয়েছে ফুটবল, ভলিবল, ব্যাডমিন্টন, ক্যারম ও লুডু। গুলশান বিভাগের ৬ থানার পুলিশ সদস্যদের পাশাপাশি গুলশান বিভাগ কার্যালয়ের সিনিয়র অফিসারসহ অন্যান্য সদস্যগণও উক্ত ইভেন্টগুলোতে অংশগ্রহণ করছেন।
আয়োজনের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, গুলশান বিভাগের উপ পুলিশ কমিশনার মোঃ আসাদুজ্জামান পিপিএম (বার)।
আয়োজনের প্রধান অতিথি ডিএমপি কমিশনার উদ্বোধনের পর বক্তব্যকালে বলেন, আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি আমাদের নিজেদেরও শারীরিক ও মানসিক স্বাস্থ্যের সুরক্ষার প্রয়োজন রয়েছে। তাই খেলাধুলার গুরুত্ব রয়েছে জীবনে। তিনি আরও বলেন, সদিচ্ছা থাকলে ব্যস্ততার মধ্যে ও সময় বের করা যায়। এ সময় গুলশান বিভাগের উক্ত আয়োজনের ভূয়সী প্রশংসাও করেন কমিশনার।
পরবর্তী সময়ে বনানী ও বাড্ডা থানার মাঝে ফুটবল ম্যাচ শুরু হয়। যা গোলশূন্য ড্র হয় এবং অন্যদিকে ভলিবলে ক্যান্টনমেন্ট থানা ২-০ সেটে গুলশান থানাকে পরাজিত করে পরবর্তী রাউন্ডে উত্তীর্ণ হয়।
খেলা শুরু হওয়ার পূর্বে ডিএমপি কমিশনার নিজে ফুটবলে কিক মেরে ফুটবল খেলা শুরু করেন এবং একইসাথে অতিরিক্ত কমিশনার স্যারগণসহ কিছু সময় ফুটবল ও ভলিবল খেলেন।
এ সময় উপস্থিত পুলিশ সদস্যগণ যথেষ্ট অনুপ্রাণিত হন। উক্ত অনুষ্ঠানস্থলে ডিএমপি কমিশনারের সাথে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনারগণ, যুগ্ম পুলিশ কমিশনারগণ, উপ পুলিশ কমিশনারগণসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ।