পদোন্নতি পাওয়ায় বরিশাল রেঞ্জের ডিআইজি মোঃ শফিকুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানালো রেঞ্জ অফিসের কর্মকর্তারা

বরিশাল রেঞ্জের ডিআইজি মোঃ শফিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএম অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পাওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা জানান রেঞ্জ অফিসের কর্মকর্তাবৃন্দ।
আজ (১৭ মে, ২০২১) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ অধিশাখা-১ এর উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত আইজিপি, গ্রেড-২ পদে পদায়ন করা হয়েছে।
অতিরিক্ত আইজিপি, গ্রেড-২ পদে পদোন্নতিপ্রাপ্ত ৪ পুলিশ কর্মকর্তা হলেন- এন্টি টেরোরিজম ইউনিটের ডিআইজি মোঃ দিদার আহম্মদ বিপিএম, পিপিএম, নৌ পুলিশের ডিআইজি মোঃ আতিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএম (বার), পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি এম খুরশীদ হোসেন বিপিএম (বার), পিপিএম ও বরিশাল রেঞ্জের ডিআইজি মোঃ শফিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএম।