দর্শনা স্থলবন্দর সরেজমিনে পরিদর্শন করলেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার

দর্শনা স্থলবন্দর সরেজমিনে পরিদর্শন করলেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার । মহামারী করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে লকডাউনে আটকাপড়া ভারতে অবস্থানরত বাংলাদেশি নাগরিক ভারতে নিয়োজিত বাংলাদেশী হাই কমিশনের মাধ্যমে দর্শনা বন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে। এ প্রসঙ্গে পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম ভারত থেকে আগত বাংলাদেশী নাগরিকদের কোয়ারেন্টাইন নিশ্চিত করার লক্ষ্যে দর্শনা বন্দরে মোতায়েনকৃত পুলিশ, বর্ডারগাড, ইমিগ্রেশন পুলিশ এবং কাস্টমস সদস্যদের পিপিই, মাস্ক, হ্যান্ডগ্লোভস্, স্যানিটাইজার ও প্রয়োজনীয় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীসহ সার্বক্ষণিক সতর্কবস্থায় দায়িত্ব পালনসহ বিভিন্ন ধরণের দিক নির্দেশনা প্রদান করেন।