শিরোনাম

South east bank ad

গোয়াল ঘরে গরু-ছাগলের সাথে থাকা মায়ের খোজ নিলেন এসপি বিপ্লব কুমার সরকার

 প্রকাশ: ১৩ মে ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   পুলিশ

গোয়াল ঘরে গরু-ছাগলের সাথে থাকা মায়ের খোজ নিলেন এসপি বিপ্লব কুমার সরকার

ফেলানি বেওয়া এর বয়স ৭০ এর কাছাকাছি । থাকেন মিঠাপুকুর উপজেলার লতিফপুর ইউনিয়নের অভিরামপুর গ্রামের। জমিজমা ছাড়া অভাবের সংসারে অনেক কষ্টে বড় করেছেন ৩ ছেলেকে। ছেলেরা বড় হয়ে জমি কিনে ঘর করেছেন। স্বামীকে নিয়ে বৃদ্ধ বয়সে ছেলেদের ঘরেও ঠিকমতো জায়গা মিলে না তার। একেক সময় একেক ছেলের বাড়িতে ঘুরতে হয় তাদের। এর মাঝেই পা ভেঙে পঙ্গু হয়ে পড়েন মা। ছেলেদেরও আর্থিক অবস্থা খুব একটা ভালো নয়। কিছুদিন গ্রাম্য ডাক্তার ও কবিরাজের চিকিৎসা করে হাল ছেড়ে দেয় তারা।
সর্বশেষ বৃদ্ধ স্বামীকে নিয়ে ছোট ছেলের বাড়িতে ঠাই মেলে পঙ্গু ফেলানির। ছোট ছেলে তাদের রাখেন গোয়াল ঘরে। বাবার জন্য একটা চৌকি থাকলেও পঙ্গু মায়ের স্থান মাটিতে। সেখানে গরু-ছাগল আর হাস-মুরগীর পাশে বস্তা বিছিয়ে ঘুমান তিনি।
ফেসবুকের এক পোস্টে ফেলানীর কথা জানতে পেরে পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার, বিপিএম (বার), পিপিএম তার বিষয়ে বিস্তারিত খোজ নেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। পুলিশ সুপার এর নির্দেশে সহকারী পুলিশ সুপার (এসএএফ) মোঃ আশরাফুল আলম সরেজমিনে গিয়ে বৃদ্ধার অবস্থা পর্যবেক্ষণ করেন। এসময় বৃদ্ধার ছেলে ও ছেলের বউদের বৃদ্ধ বাবা-মায়ের যথাযথ ভরণ-পোষণ ও সেবা করার জন্য উদ্বুদ্ধ করেন এবং তাদের ভালো পরিবেশে রাখার নির্দেশ দেয়া হয়। পুলিশ সুপার মহোদয়ের নির্দেশ মতো তারা তাদের বাবা-মা কে গোয়াল ঘরের বাহিরে রাখতে সম্মত হন। এরপর পুলিশ সুপার এর পক্ষ থেকে তাদের ১ মাসের বাজার হিসেবে চাল, ডাল, লবণ, তেল, পেয়াজ, মুরগী, সেমাই, মশলা, চিনি ইত্যাদি দেয়া হয় এবং পঙ্গু মায়ের চিকিৎসার জন্য নগদ অর্থ দেয়া হয়। এছাড়া পুলিশ সুপার এর পক্ষ থেকে বৃদ্ধ পঙ্গু মায়ের জন্য একটি হুইল চেয়ার ও উন্নত চিকিৎসার আশ্বাস দেয়া হয়।
মাটিতে পড়ে থাকা পঙ্গু ফেলানী বেওয়া পুলিশ সুপারের উপহার পেয়ে আনন্দে কেদে ফেলেন। তিনি বলেন, আইজ কদ্দিন থাকি গোয়াল ঘরোত মাটিত পড়ি আছুং, কাও দেকে না। গরু ছাগলের সাথে এটে পেচ্ছাব-পায়খানা করং। একনা ভালো মন্দও খাবার পাং না। ওসুধ নাই। চিকিৎসা পাতি নাই। আল্লায় এসপি স্যারক বাচে থুক।
এসময় উপস্থিত জনতা ও এলাকাবাসী এসপি বিপ্লব কুমার সরকার এর এই মানবিক উদ্যোগ দেখে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

BBS cable ad

পুলিশ এর আরও খবর: