শরীয়তপুর টেনিস ক্লাবের সদস্যদের মাঝে টি-শার্ট প্রদান করলেন পুলিশ সুপার

গতকালরাত ৮:০০ টায় শরীয়তপুর সার্কিট হাউজ টেনিস গ্রাউন্ড প্রাঙ্গনে জেলা পুলিশের পক্ষ থেকে শরীয়তপুর টেনিস ক্লাবের সদস্যদের মাঝে টি-শার্ট প্রদান করলেন শরীয়তপুর জেলার পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন এ্যাড. কামাল হামিদী, জজ কোর্ট, শরীয়তপুর, প্রকৌশলী তৌফিকুর রহমান এবং স্বপন, পেশকার, জজ কোর্ট, শরীয়তপুরসহ অন্যান্য ব্যাক্তিবর্গ।