ডিএমপি কমিশনারের উপহার পৌছে দিলেন ডিসি ওয়ারী শাহ ইফতেখার আহমেদ

ঈদের আনন্দ ভাগ করে নিতে গরীব দুঃখী মানুষের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম। তাদের জন্য খাদ্য সামগ্রী (ফুড প্যাক) উপহার দিয়েছেন। ডিএমপি কমিশনারের পক্ষ থেকে ওয়ারী বিভাগের জন মানুষের হাতে তুলে দিয়েছেন ডিসি ওয়ারী শাহ ইফতেখার আহমেদ।
ডিসি ওয়ারী শাহ ইফতেখার আহমেদ বলেন, পৃথিবী সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। অতিমারি পৃথিবী থেকে নিয়ে নিচ্ছে লাখ লাখ প্রান। মানুষ হারাচ্ছে তাদের নিকটজন, প্রিয়জনকে। আহ্নিক গতি ও বার্ষিক গতির জন্য ঠিকই দিন গিয়ে রাত আসছে,পরিবর্তন হচ্ছে ঋতু। তাই বছর ঘুরে ঈদ এসেছে আমাদের জীবনে। ঈদ মানেই খুশি, ঈদ মানেই আনন্দ। এই ঈদের আনন্দ ভাগ করে নেয়াতেই আনন্দ বাড়ে। আমরা সবাইকে নিয়ে ভালো থাকতে ভালোবাসি। ভালোবাসা বিলিয়ে দিলে ভালোবাসা বাড়ে, বিলিয়ে দেয়া ভালোবাসা বহুগুন হয়ে ফেরত আসে। এ-ই ব্রত নিয়েই টিম ডিএমপির টিম ওয়ারী কাজ করে যাচ্ছে।