শিরোনাম

South east bank ad

মুন্সিগঞ্জে বেদে সম্প্রদায় ও তৃতীয় লিঙ্গের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলেন ডিআইজি হাবিবুর রহমান

 প্রকাশ: ১১ মে ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   পুলিশ

মুন্সিগঞ্জে বেদে সম্প্রদায় ও তৃতীয় লিঙ্গের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলেন ডিআইজি হাবিবুর রহমান

কায়সার সামির(মুন্সিগঞ্জ) :

করোনা দুর্যোগ মোকাবেলায় মুন্সিগঞ্জের সিরাজদিখানে বেদে সম্প্রদায় ও তৃতীয়লিঙ্গের মাঝে ঢাকা রেঞ্জ ডিআইজি হাবিবুর রহমান ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন। উত্তরণ ফাউন্ডেশনের আয়োজনে সিরাজদিখান থানা পুলিশের সহযোগিতায় এ সামগ্রী বিতরণ করা হয়।

মঙ্গলবার দুপুরে উপজেলার সিরাজদিখান বাজার সংলগ্ন ইছামতি নদীর তীরে প্রধান অতিথি হিসেবে ডিআইজি হাবিবুর রহমান এ সামগ্রী বিতরণ করেন। উপজেলার ৩৫ জন তৃতীয় লিঙ্গ ও রশুনিয়া এলাকার বেদে সম্প্রদায়ের ৩৭ টি পরিবারকে এ সামগ্রী দেওয়া হয়। এ সময় সাথে ছিলেন ডিআইজি হাবিবুর রহমানের সহধর্মিণী।

এছাড়া উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার আব্দুল মোমেন, জেলা অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ আফজাল, অতিরিক্ত পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) মো. রাজিবুল ইসলাম।

ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিলো, পোলার চাল, ফ্যামিলী প্যাকেট নুডুল্স, দুই রকমের সেমাই, প্যাকেট গুড়ো দুধ, চিনি, ভোজ্য তেল, ময়দা, মিক্সড্ মসল্লা ও ট্যাং।

BBS cable ad

পুলিশ এর আরও খবর: