মসজিদগুলোতে সচেতনতামূলক বয়ানের জন্য অনুরোধ জানালেন বিএমপি কমিশনার

আজ বরিশাল ক্লাবে জাতীয় ইমাম সমিতির নেতৃবৃন্দসহ বরিশাল নগরীর ইমামবৃন্দের সাথে বিসিসি মেয়র কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার বলেন, এই শহরের পাঁচশত ইমাম প্রতি জুমআ’র নামাজে প্রায় ৫০,০০০ বা তার অধিক মুসল্লিদের মাঝে বয়ান রাখতে পারেন । উক্ত বয়ানে জঙ্গি তৎপরতা,সোশ্যাল মিডিয়ায় গুজবের মাধ্যমে ফেৎনা সৃষ্টিকারী, মাদকের বিরুদ্ধে মানুষকে সচেতনতার পাশাপাশি করোনা প্রতিরোধে স্বাস্থ্য সুরক্ষা মেনে চলার সরকারি আদেশ নিষেধ প্রচারের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের কল্যাণে বৃহৎ ভূমিকা রাখতে পারেন ।
মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে সর্বপ্রকার ফেৎনা ফ্যসাদ বাদ দিয়ে খুৎবা বয়ান সহ বিভিন্ন মাধ্যমে ধর্মপ্রাণ জাতি হিসেবে মুসল্লিদের যে ঐক্যের দিকে আহ্বান করে মাদক বিরোধী, সন্ত্রাস বিরোধী জঙ্গীবাদ বিরোধী কাজের বিরুদ্ধে সচেতনতার মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে আমাদের যে সর্বোত্তম সহযোগিতা করে যাচ্ছেন, আশাবাদী ভবিষ্যতেও আপনারা কাজ করে যাবেন।
স্বাস্থ্য সুরক্ষা বিধি ইসলামের সাথে সামঞ্জস্যপূর্ণ একটি বৃহৎ অংশ এবং ইসলামে মহামারীর আক্রমণ থেকে রেহাই পেতে করণীয় ও বর্জনীয় শীর্ষক বহুল আলোচনা বিভিন্ন হাদিসে উল্লেখ রয়েছে।আপনাদের থেকেই জেনেছি, " এই মহামারীর জন্য মসজিদে গিয়ে শারীরিক দূরত্বে ব্যাঘাত না ঘটিয়ে ঘরে বসে নামাজ আদায় করলে মসজিদে গিয়ে নামাজ পড়ার সওয়াবে তুলনায় কমতি হবে না"।
সারাবিশ্বে চলমান মহামারি ব্যাধি করোনা আমাদের নানাভাবে উৎকন্ঠার মধ্যে রেখেছে। আমাদের দেশেও এর প্রভাব রয়েছে। প্রতিবেশী দেশে মৃত্যুর মিছিল বেড়েই চলেছে। সবাই ঐক্যবদ্ধ হয়ে দোয়ার পাশাপাশি সরকারি বিধি পালন করে প্রতিরোধ না করতে পারলে এই ভয়াবহতা থেকে আমরা কেউ রেহাই পাবো না। এজন্য মসজিদগুলোতে স্বাস্থ্য বিধি মেনে আমল করার পাশাপাশি সচেতনতামূলক বয়ানের জন্য বিনীত অনুরোধ রইল।
আলোচনা শেষে মাননীয় বিসিসি মেয়র জনাব সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ কর্তৃক বরিশাল কেন্দ্রীয় ঈদগাহ সংলগ্ন "মরহুম বীর মুক্তিযোদ্ধা শাহান আরা বেগম ইমাম ভবন " নির্মাণ কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন।