করোনাযুদ্ধসহ দেশের জন্য জীবন উৎসর্গকারী সকল পুলিশ সদস্যদের প্রতি বিনম্র শ্রদ্ধা

জাতির যেকোন দুর্যোগ, দুঃসময়ে সবার আগে এগিয়ে এসেছে বাংলাদেশ পুলিশ।
চলমান করোনাযুদ্ধেও পুলিশ দেখিয়েছে সর্বোচ্চ ত্যাগ। আক্রান্ত হয়েছে হাজারে হাজার। ঝরেছে তাজা প্রাণ।
মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী করোনা ভাইরাস জনিত রোগ কোভিড ১৯ এর বিস্তার রোধ কল্পে সার্বিক কার্যাবলী চলাচলে বিধিনিষেধ বাস্তবায়নে প্রখর রোদের অসহনীয় তীব্রতা উপেক্ষা করে দেশের মানুষের সেবা, সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ছিল অবিচল।
মুজিববর্ষে জাতির পিতার প্রত্যাশিত ‘জনতার পুলিশ’ হতে আইজিপির নেতৃত্বে দেশ ও জনগণের কল্যানে নিশ্চিতে সামনে থেকেই এগিয়ে যাবে বাংলাদেশ পুলিশ। করোনাযুদ্ধসহ দেশের জন্য জীবন উৎসর্গকারী সকল পুলিশ সদস্যদের প্রতি বিনম্র শ্রদ্ধা।
দেশ মাতৃকার সেবায় তোমাদের সুমহান আত্মত্যাগ, আমাদের এগিয়ে চলার প্রেরণা!
(বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে নেয়া।)