পদোন্নতিপ্রাপ্ত ডেপুটি পুলিশ কমিশনারকে শুভেচ্ছা জানালেন কেএমপি কমিশনার

খুলনা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার কানাই লাল সরকার এর ডেপুটি পুলিশ কমিশনার পদে পদোন্নতি পেয়েছেন। কেএমপি কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা আজ তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।
এ-সময় উপস্থিত ছিলেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) এসএম ফজলুর রহমান; অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এ্যান্ড অপারেশনস) সরদার রকিবুল ইসলাম বিপিএম (সেবা), বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) রাশিদা বেগম, ডেপুটি পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ এহসান শাহ্; ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি) বি.এম নুরুজ্জামান বিপিএম; ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ তাজুল ইসলাম; ডেপুটি পুলিশ কমিশনার (আরসিডি) মনিরা সুলতানা; অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার (সোয়াত) মোঃ মারুফাত হুসাইন এবং এসি স্টাফ অফিসার মোঃ হাফিজুর রহমান।