দোকানপাট ও শপিংমলে স্বাস্থ্যবিধি প্রতিপালন পরিদর্শনে আরএমপি কমিশনার

করোনা সংক্রমণ প্রতিরোধে রাজশাহী মহানগরীর সকল দোকানপাট ও শপিংমলে স্বাস্থ্য সুরক্ষা মেনে ক্রয়-বিক্রয় হচ্ছে কি না তা প্রত্যক্ষ করার জন্য রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক রাজশাহী মহানগরীর আরডিএ মার্কেট ও তার আশপাশের বিভিন্ন বিপনী বিতানসমূহ পরিদর্শন করেন। এসময় পুলিশ কমিশনার মহোদয় দোকান মালিক ও ক্রেতা সাধারণকে কেনাকাটার ক্ষেত্রে অবশ্যই মাস্ক পরিধান এবং অন্যান্য স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার জন্য আহবান জানান।