শিরোনাম

South east bank ad

জয়পুরহাট জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় রাজশাহী রেঞ্জ ডিআইজি

 প্রকাশ: ০২ মে ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   পুলিশ

জয়পুরহাট জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় রাজশাহী রেঞ্জ ডিআইজি

আজ জয়পুরহাট জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিল সেড-এ বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জ ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মোঃ আব্দুল বাতেন, বিপিএম,পিপিএম বাংলাদেশ পুলিশ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জয়পুরহাট জেলার পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা-পিপিএম।

প্রধান অতিথি সবাইকে সুশৃংখলভাবে পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশ প্রদান করেন এবং কর্তব্য পালনকালে উদ্ভুত যে কোন সমস্যা উর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করার পরামর্শ প্রদান করেন। কোভিড-১৯ এর পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করাই সবাইকে সচেতন হওয়ার সাথে সাথে সামাজিক দূরুত্ব বজায় রাখা এবং মাস্ক পড়ার নির্দেশনা প্রদান করেন।

বিশেষ কল্যাণ সভায় আরো উপস্থিত ছিলেন মোঃ তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ ও প্রশাসন), মোঃ আব্দুস ছালাম, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল), মোঃ সাজ্জাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার(সদর), ইশতিয়াক আলম, সহকারী পুলিশ সুপার (পাঁচবিবি সার্কেল) জয়পুরহাট এবং জেলার সকল থানার অফিসার ইনচার্জগণ ও জেলা পুলিশের সর্বস্তরের পুলিশ সদস্যবৃন্দ।

BBS cable ad

পুলিশ এর আরও খবর: