নালিতাবাড়ীর সোহাগপুরের বিধবারা পেলেন পুলিশের ঈদ উপহার

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সোহাগপুর বিধবাপল্লীর শহীদ পরিবার ও শহীদ জায়াদের মাঝে ঈদ উপহার দিলো শেরপুর জেলা পুলিশ।
গতকাল শুক্রবার (৩০ এপ্রিল) বিকেলে পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী ওই সকল শহীদ জায়া ও শহীদ পরিবারের হাতে ঈদ উপহার সামগ্রী তুলে দেন। ওইসময় পুলিশ সুপার নাহিদ চৌধুরি শহীদ পরিবারের সদস্য ও জায়া মায়েদের একান্তে খোঁজ নেন। শহীদ পরিবারের সদস্যদের দাবির প্রেক্ষিতে বিশুদ্ধ পানি সরবরাহে দ্রুত গভীর নলকূপ স্থাপনের আশ্বাস দেন পুলিশ সুপার।
উপহারসামগ্রী বিতরণকালে জেলা পুনাক সভানেত্রী ও পুলিশ সুপারপত্নী কাজী মোনালিসা মারিয়া, সিনিয়র সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফরোজ নাজনীন, নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বশির আহমেদ বাদল, জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আহাম্মদ প্রমুখ উপস্থিত ছিলেন।