"ভার্চুয়াল ক্রাইম কনফারেন্স, মার্চ-২০২১" এ সভাপতিত্ব করলেন ডিআইজি হাবিবুর রহমান

গতকাল ঢাকা রেঞ্জের ১৩ জেলাকে নিয়ে "ভার্চুয়াল ক্রাইম কনফারেন্স, মার্চ-২০২১" অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) ।
ঢাকা রেঞ্জের ৯৬টি থানাকে এক মনিটরের মধ্যে নিয়ে এসেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) ।। সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে ১৩টি জেলার ওইসব থানার ডিউটি অফিসারের কক্ষ, হাজতখানা ও সেন্ট্রিবক্সে। এর মাধ্যমে ঢাকা বিভাগের ২০ হাজার ৫০৯ বর্গকিলোমিটারের তথ্য মনিটরিং হচ্ছে একটি কন্ট্রোল রুম থেকেই। গত বছর ডিসেম্বর থেকে ২৮৮টি ক্যামেরায় থানাগুলোকে এই মনিটরিংয়ের আওতায় আনা হয়েছে। আর রিমোট মনিটরিং ম্যানেজমেন্ট সিস্টেমের জন্য রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে বসানো হয়েছে অপারেশন্স কন্ট্রোল অ্যান্ড মনিটরিং সেন্টার। এ সেন্টার থেকে উন্নত প্রযুক্তির সহায়তায় ২৪ ঘণ্টা মনিটরিং করা হচ্ছে থানাগুলোকে।
এ বিষয়ে ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বলেন, বর্তমান আইজিপির ভিশন অনুযায়ী পুলিশই হবে জনগণের প্রথম ভরসার স্থল। তার পাঁচটি মূলনীতির মধ্যে তিনটি হলো- দুর্নীতিমুক্ত পুলিশি সেবা, নিপীড়ন ও হয়রানিমুক্ত পুলিশি সেবা এবং পুলিশের বৃহত্তর কল্যাণ, শৃঙ্খলা ও জবাবদিহি বাস্তবায়ন। সাধারণ মানুষের ভোগান্তি এড়াতে এবং পুলিশি সেবা সহজলভ্য করতে অপারেশন্স কন্ট্রোল অ্যান্ড মনিটরিং সেন্টারের কার্যক্রম চালু করা হয়েছে। এই মনিটরিং সেন্টারে প্রত্যেক থানার ৩০ দিনের ভিডিও রেকর্ড সংরক্ষিত থাকবে। আর পুলিশের সেবাদানের মূল কেন্দ্র হলো থানা। তাই পুলিশের সেবাকে জনগণের দোরগোড়ায় নিয়ে যেতে মনিটরিংয়ের বিকল্প নেই।