South east bank ad

রাঙ্গুনিয়া ও রাউজান উপজেলায় মার্কেট-শপিংমল খুলতে হলে মানতে হবে এএসপির দুই শর্ত

 প্রকাশ: ২৯ এপ্রিল ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   পুলিশ

রাঙ্গুনিয়া ও রাউজান উপজেলায় মার্কেট-শপিংমল খুলতে হলে মানতে হবে এএসপির দুই শর্ত

চট্টগ্রামের রাঙ্গুনিয়া ও রাউজান উপজেলাধীন বিভিন্ন মার্কেট, শপিংমল এবং বিপনি-বিতানের ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা করেছে পুলিশ। বুধবার দুপুর ১২টায় রাঙ্গুনিয়া ও বিকাল ৩টায় রাউজান থানা মিলনায়তনে অনুষ্ঠিত পৃথক সভায় ব্যবসায়ীদেরকে দোকান খোলা রাখার ক্ষেত্রে অবশ্যই পালনীয় স্বাস্থ্যবিধি সম্পর্কে দিকনির্দেশনা দেন চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার (রাউজান-রাঙ্গুনিয়া সার্কেল) মো. আনোয়ার হোসেন শামীম।

এসময় ব্যবসায়ীদের উদ্দেশে এএসপি বলেন, মার্কেট, শপিংমল ইত্যাদিতে ক্রেতা ও বিক্রেতা উভয়কেই অবশ্যই মাস্ক পরতে হবে। কোনো ক্রেতা মাস্ক না পরে এলে মার্কেট/দোকানের পক্ষ থেকে বিনা মূল্যে কিংবা বাজার মূল্যে মাস্ক সরবরাহ করা যেতে পারে। আর দোকানগুলোতে অবশ্যই হ্যান্ড স্যানিটাইজার কিংবা হাত ধোয়ার ব্যবস্থা রাখতে হবে।

পুলিশের পক্ষ থেকে বিষয়টি কঠোরভাবে মনিটর করা হবে জানিয়ে এএসপি বলেন, আমাদের সবার স্বার্থেই যথাযথভাবে স্বাস্থ্যবিধি প্রতিপালন করা একান্ত প্রয়োজন। সবসময় আপনারা খেয়াল রাখবেন, দোকানে কখনো যেন ভিড় না হয়, শারীরিক দূরত্বটি যেন বজায় থাকে। আসলে ব্যক্তিগত তাগিদ থেকে আমাদের নিজেদেরকে নিজেরাই নিরাপদ রাখতে হবে। যেসব ব্যবসায়ী স্বাস্থ্যবিধি মানবেন না, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারও করেন সার্কেল এএসপি।

মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মিল্কি, রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হারুন, চট্রগ্রাম দোকান মালিক সমিতি রাউজান উপজেলার সভাপতি ছৈয়দ মো. কামাল উদ্দিন, রাউজান ফকিরহাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নৃপতি চৌধুরী, রাঙ্গুনিয়ার রোয়াজারহাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ইলিয়াছ চৌধূরী, দোভাষী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম, লিচুবাগান বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হারুন সওদাগরসহ অন্যান্য ব্যবসায়ী প্রতিনিধিরা।

BBS cable ad

পুলিশ এর আরও খবর: