বিশেষ শাখায় কর্মরতদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার

আজ বিকেলে চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে বিশেষ শাখায় (ডিএসবি) কর্মরত সকল অফিসার ফোর্সের উপস্থিতিতে বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম। উক্ত কর্মশালায় পুলিশ সুপার বিশেষ প্রশিক্ষণে অংশগ্রহণকারী সকলকে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন। আসন্ন ঈদ উল ফিতর, সাম্প্রতিক বিভিন্ন ইস্যু, মাদক ও চোরাকারবারিদের প্রতি বিশেষ নজরদারি, অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে গোপনে অগ্রিম/তাৎক্ষণিক সংবাদ উর্ধ্বতন কর্তৃপক্ষের পৌছানোর কঠোর নির্দেশ প্রদান করেন।