মনিটরিং সেলে অন্তভূক্ত মামলার তদন্তকারী কর্মকর্তাদের সাথে আলোচনা সভায় মাদারীপুরের পুলিশ সুপার

আজ ২৭শে এপ্রিল মাদারীপুর পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল (পিপিএম-বার) এর সভাপতিত্বে এবং অতিঃ পুলিশ সুপার (প্রশাসন) মোঃ আব্দুল হান্নান এর সঞ্চালনায় মাদারীপুর জেলা মনিটরিং সেলে অন্তভূক্ত মামলার তদন্তকারী কর্মকর্তাদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার গুরুত্বপূর্ণ মামলার বিষয়ে তদন্তকারী কর্মকর্তাদের দিকনির্দেশনা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন অতিঃ পুলিশ সুপার(ডিএসবি) চাইলাউ মারমা, , অতিঃ পুলিশ সুপার(সদর) মনিরুজ্জামান ফকির পিপিএম, , অতিঃ পুলিশ সুপার(সদর সার্কেল) এহসানুর রহমান ভূইয়া মনিটরিং সেলে অন্তভূক্ত মামলার তদন্তকারী কর্মকর্তাবৃন্দ।