মেডিকেলে চান্স পাওয়া অতুল চন্দ্র বর্মনের পাশে দাঁড়ালেন পঞ্চগড়ের পুলিশ সুপার

মেডিকেলে চান্স পেয়েও দারিদ্র্যতার কারণে অর্থের অভাবে ভর্তি হতে না পারাঅতুল চন্দ্র বর্মনের পাশে দাঁড়ালেন পঞ্চগড়ের পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী। অতুল চন্দ্র বর্মন পঞ্চগড় জেলার বোদা উপজেলার সাকোয়া ইউপির মেধাবী ছাত্র শিকারপুর গ্রামের নব কুমার ও বাতাসি রানীর দ্বিতীয় সন্তান। এবারে বগুড়া শাজিমেক এ ভর্তির সুযোগ পাওয়ায় তাদের ঘরে উঁকি দেয় চাঁদের আলো। কিন্তু ভর্তির টাকা যোগান দিতে না পারায় পরিবারটি হতাশ হয়ে পড়ে। উক্ত সংবাদ পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী জানতে পেরে মেধাবী শিক্ষার্থী অতুল চন্দ্র বর্মন এর ভর্তির জন্য আর্থিক সহায়তা প্রদান করেন। এ সময় পুলিশ সুপার এর পক্ষে অর্থ প্রদান করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এস এম শফিকুল ইসলাম।