শিরোনাম

South east bank ad

আজ বন্দিদশা থেকে মুক্ত হলাম

 প্রকাশ: ২৬ এপ্রিল ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   পুলিশ

আজ বন্দিদশা থেকে মুক্ত হলাম

মনিরুল ইসলাম :
গত বছর দেশে করোনার আগমনের পর থেকে প্রচন্ড সতর্ক ছিলাম। গতমাসের মাঝামাঝি নতুন এ্যাসাইনমেন্টের পর বেশ কয়েকদিন ফুলেল শুভেচ্ছায় ছবি তোলার জন্য বারবার মাস্ক খুলতে হয়েছে। তারপরও বাইরে বেশ সতর্ক থাকায় করোনা পাকড়াও করতে পারেনি। কিন্তু সমস্যাতো ঘরেও হতে পারে। গত ১২/৪ খ্রিঃ অফিসেই হঠাৎ খারাপ বোধ করলাম। বাসার রাঁধুনির বেশ কয়েকদিন আগে জ্বর হয়েছে কিন্তু আমাদের জানায় নাই শুনে পরের দিনই তার স্যাম্পল দিলাম। ১৩/৪ খ্রিঃ সুস্থ বোধ করায় অফিসে গেলেও বাড়তি সতর্কতা ছিল। রাঁধুনির পজিটিভ আসায় পহেলা বৈশাখ (পহেলা রমজান, লকডাউনের পয়লা দিন) নিজের স্যাম্পল দিলাম, দুপুরেই পজিটিভ রেজাল্ট পেলাম, করোনা আক্রান্ত হলাম।
গত বছর ইন্টারনেটে করোনা নিয়ে প্রচুর পড়াশুনা, ইউটিউবে করোনার উপর বহু দেশি-বিদেশী লেকচার শুনে এবং অনেক আক্রান্তের সাথে কথা বলে করোনাকে আমার খুব ভয়ঙ্কর কিছু মনে হয় নাই। অনেকগুলো লেখাতেও আমি তা প্রকাশ করেছি। কিন্তু নিজের করোনা হলে বিষয়টা যে আলাদা তা টের পেলাম। ব্যক্তিগত জীবনে খাদ্যাভাস থেকে শুরু করে সব বিষয়েই পরিমিতি বোধ বজায় রেখেছি, শারীরিক তেমন কোন অসুখ নাই, তদুপরি, নিয়মিত শারীরিক ব্যায়ামের অভ্যাস থাকায় আত্মবিশ্বাস ছিল যে করোনা আমার সাথে সুবিধা করতে পারবে না। প্রকৃতপক্ষেই করোনা আমার সাথে পেরে ওঠেনি। প্রথম ২/৩ দিন মৃদু কাশি ছাড়া অন্য কোন লক্ষণ ছিল না। আজ পরীক্ষায় ফলাফল নেগেটিভ এসেছে। যদিও সহধর্মিনীর আজও পজিটিভ এসেছে কিন্তু তারও শারীরিক কোন সমস্যা ছিলো না, এখনও নাই।
পূনশ্চঃ করোনার সবচেয়ে খারাপ দিক ছিলো প্রায় দুই সপ্তাহ ‘ঘর বন্দি’ থাকা। আজ বন্দিদশা থেকে মুক্ত হলাম।

[বাংলাদেশ পুলিশের অতিরিক্ত কমিশনার এবং পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান ​মনিরুল ইসলাম এর ভেরিফাইড ফেসবুক পেইজ থেকে নেয়া।]

BBS cable ad

পুলিশ এর আরও খবর: