জামালপুর জেলা পুলিশের হতদরিদ্রদের মাঝে ইফতার বিতরন

পবিত্র মাহে রহজান উপলক্ষে জামালপুর পুলিশ সুপার মোঃ নাসির উদ্দিন আহমেদ এর নির্দেশে শহরের ৫ টি পয়েন্টে ৩ শতাধিক হতদরিদ্রদের মাঝে ইফতার বিতরন করা হয়েছে।
গতকাল শহরের পুলিশ লাইনস্এ-র এটি এস আই নুরুল ইসলাম-এর নেতৃত্বে জেলা পুলিশের একটি টিম শহরের খুপিবাড়ী, বেলটিয়া, অপরাজেয় বাংলাদেশ এর শিশুদের, রেলস্টেশনের পার্শবর্তি ফকির পাড়া, বোষপাড়া এলাকায় ৩ শতাধিক হতদরিদ্র মানুষের মাঝে জামালপুর জেলা পুলিশের মানবিক সহয়তার অংশ হিসেবে এসব ইফতার বিরতন করা হয়।
এ বিষয়ে পুলিশ লাইনস্ এর এটি এস আই নুরুল ইসলাম বলেন, রমজান মাঝে মানবিক পুলিশ সুপার পুলিশ মোঃ নাসির উদ্দিন স্যারের নির্দেশনা মোতাবেক অসহায়দের মাঝে ইফতার বিতরন করে এই লকডাউনে পুলিশ জনসাধারনের পাশে থেকে কাজ করে যাচ্ছে।
লকডাউনে অসহায়দের মাঝে এই ইফতার বিতরন নিয়ে পুলিশ সুপার মোঃ নাসির উদ্দিন আহমেদ বলেন, পুলিশ শুধু আইন শৃঙ্খলাই রক্ষা করে না ,তারা মানবিক বিবেক বোধ থেকে হতদরিদ্র ও অসহায় মানুষের পাশেও দাঁড়ায়। রমজানে সকলের সাথে ইফতারের আনন্দ বিলিয়ে দেওয়ার মাঝেই যেন প্রকৃত তৃপ্তি লাভ করা হয়। অসহায় ,হতদরিদ্র ও নিন্ম আয়ের মানুষের জন্য জামালপুর জেলা পুলিশের পক্ষ থেকে এই কার্যক্রম পর্যায়ে ক্রমে অব্যহত থাকবে বলেও জানান তিনি।
জামালপুর জেলা পুলিশের মত মানবিক উদ্যোগ নিয়ে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানরাও এগিয়ে আসবে এমনটি প্রত্যাশা সকলের।