শিরোনাম

South east bank ad

সিএমপির পশ্চিম বিভাগের উদ্যোগে আয় বঞ্চিত মানুষের জন্য খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম

 প্রকাশ: ২৫ এপ্রিল ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   পুলিশ

সিএমপির পশ্চিম বিভাগের উদ্যোগে আয় বঞ্চিত মানুষের জন্য খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম

করোনার প্রাদুর্ভাবে কর্মহীন দারিদ্র্য পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের উদ্যোগ গ্রহণ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বন্দর বিভাগ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পশ্চিম বিভাগ।
এ উপলক্ষে আজ সিএমপির হালিশহর থানাধীন দুলহান কমিউনিটি সেন্টারে এক অনুষ্ঠানের মাধ্যমে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে আয় বঞ্চিত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের কার্যক্রম শুরু করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার(ট্রাফিক) শ্যামল কুমার নাথ।
এ কার্যক্রমের আওতায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পশ্চিম বিভাগের ২৪ টি বিট এলাকায় বসবাসরত প্রায় ১০,০০০ আয় বঞ্চিত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। প্রতিটি পরিবারকে ০৬ কেজি চাল, ০১ কেজি ডাল, ০১ কেজি পেঁয়াজ, ০২ কেজি আলু, ০১ লিটার ভোজ্য তেল ও ০১ কেজি অন্যান্য খাদ্য সামগ্রী সহ সর্বমোট ১২ কেজি খাদ্য দ্রব্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী প্রত্যেকের বাসায় বাসায় গিয়ে বিতরণ করা হবে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পশ্চিম বিভাগে কর্মরত পুলিশ সদস্য ও অত্র এলাকায় বসবাসরত ব্যবসায়ীদের আর্থিক সহায়তায় এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।
এসময় সেখানে উপ-পুলিশ কমিশনার(পশ্চিম) মোঃ আব্দুল ওয়ারিশ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শাহ আব্দুর রউফ সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

BBS cable ad

পুলিশ এর আরও খবর: