পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানের দিক নির্দেশনায় সাতক্ষীরায় জনসচেতনতামূলক প্রচারণা অব্যাহত

করোনা ভাইরাসজনিত রোগ কোভিড-১৯ সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় বিধি-নিষেধ আরোপের সময়সমীমা আগামী ২৮ এপ্রিল মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়েছে। সাতক্ষীরা জেলা পুলিশ সরকারী বিধিনিষেধ প্রতিপালনে তৎপর রয়েছে। সাতক্ষীরা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) এর দিক নির্দেশনায় আজ পাটকেলঘাটা থানায় অফিসার ফোর্স সহ লকডাউন বাস্তবায়নে জনসচেতনতা মূলক প্রচার-প্রচারণা, লকডাউন কার্যক্রম পরিচালনা করেন।