বার্ষিক পরিদর্শনে বেলাব থানায় নরসিংদীর পুলিশ সুপার

গতকাল নরসিংদী জেলার বেলাব থানা বার্ষিক পরিদর্শন করেছেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, পিপিএম।
বেলাবো থানায় পৌঁছলে পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানান অফিসার ইনর্চাজ সাফায়েত হোসেন পলাশ। এরপর বেলাব থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে থানা পুলিশের চৌকশ একটি দল পুলিশ সুপারকে সালামী প্রদান করেন। পুলিশ সুপার পরিদর্শন প্যারেডে উপস্থিত পুলিশ সদস্যসহ থানার সকল অফিসার ও ফোর্সের খোঁজখবর নেন। এ সময় পুলিশ সদস্যগণ পুলিশ সুপারকে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলে তিনি সমস্যা সমাধানের নিমিত্তে তাৎক্ষণিক সিদ্ধান্ত প্রদান করেন। পুলিশ সুপার সকলকে পেশাদারিত্বের সাথে কাজ করার আহ্বান জানান।
পরবর্তীতে পুলিশ সুপার থানার বিভিন্ন রেজিস্টারপত্র পর্যালোচনা করেন এবং করণীয় সংক্রান্তে দিক-নির্দেশনা প্রদান করেন।