ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সুষ্ঠু যান চলাচল নিশ্চিতে টাঙ্গাইল জেলা পুলিশের আলোচনা সভা

গতকাল টাঙ্গাইল জেলার পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে জেলা পুলিশের আয়োজনে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় আসন্ন ঈদ-উল-ফিতরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখাসহ মহাসড়ক এলাকায় আইন শৃংখলা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, বিপিএম ।
সভায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম) মো. শফিকুল ইসলাম, ফোর লেন প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার অমিত কুমার চক্রবর্তী, ডিয়েনকো প্রজেক্ট ম্যানেজার দেবাশীষ দে, সড়ক বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মো. অহিদুজ্জামান, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, ট্রাফিক পুলিশ পরিদর্শক মো. এশরাজুল হক, জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি খন্দকার ইকবাল হোসেন, জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি গোলাম কিবরিয়া বড় মনি, জেলা বাস মিনিবাস শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক চিত্তরঞ্জন দাশ প্রমুখ। সভায় আগামী ২৫ শে রমজানের মধ্যে মহাসড়কের প্রত্যেকটি লেন চলাচলের উপযোগী করার সিদ্ধান্ত নেওয়া হয়।