শিরোনাম

South east bank ad

করোনা সংক্রমণ প্রতিরোধে কক্সবাজার জেলা পুলিশের নিরলস প্রচেষ্টা

 প্রকাশ: ২২ এপ্রিল ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   পুলিশ

করোনা সংক্রমণ প্রতিরোধে কক্সবাজার জেলা পুলিশের নিরলস প্রচেষ্টা

করোনার সংক্রমণের ঊর্ধ্বগতি বিবেচনায় চলমান বিধিনিষেধের মেয়াদ বা সর্বাত্মক লকডাউনের দ্বিতীয় ধাপের প্রথম দিন আজ বৃহস্পতিবার (২২ এপ্রিল) থেকে শুরু হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন অনুযায়ী আগামী বুধবার (২৮ এপ্রিল) মধ্যরাত পর্যন্ত এ বিধিনিষেধ বা লকডাউন বহাল থাকবে। কক্সবাজার জেলায় করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপ সংক্রমণ রোধে সরকার ঘোষিত বিধি-নিষেধ কার্যকরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে কক্সবাজার জেলা পুলিশের সদস্যরা। জেলায় প্রতিটি চেকপোস্ট, গুরুত্বপূর্ণ মোড়, বাজার ও সড়কে অবস্থান করে অযথা যান চলাচল ও সর্বসাধারণের চলাচল নিয়ন্ত্রণে নিজেদের প্রচেষ্টা অব্যাহত রেখেছে পুলিশ সদস্যরা।

এসময় পুলিশ সদস্যরা জরুরী সেবা ও মুভমেন্ট পাস ব্যতীত কেউ যাতে অযথা চলাচল করতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখছে এবং জনগনকে ঘরমুখী রাখতে নিজেদের প্রচারণা অব্যাহত রেখেছে।

BBS cable ad

পুলিশ এর আরও খবর: