মানবিক পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যার উদ্যোগে ১৮৫ জন এতিম পেল ইফতার সামগ্রী

নুর উদ্দিন সুমন ( হবিগঞ্জ) :
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ১৮৫ জন এতিম শিক্ষার্থীর মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বিপিএম-পিপিএম। বৃহস্পতিবার বিকেলে তিনি ব্যক্তিগত উদ্যোগে এই ইফতার সামগ্রী বিতরণ করেন।
পুলিশ প্রশাসন সূত্রে জানা যায়, চুনারুঘাট উপজেলার বিভিন্ন এতিমখানায় পুলিশ সুপার নিজে গিয়ে এই ইফতার বিতরণ করেছেন। উপজেলার ৫টি এতিমখানায় ১৮৫জন এতিম ছাত্রদের এই ইফতার বিতরণ করা হয়। পর্যায়ক্রমে জেলার সকল উপজেলায় তিনি এই ইফতার সামগ্রী পৌছেঁ দেবেন বলে জানিয়েছেন।
ইফতার সামগ্রী বিতরণকালে পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বলেন, প্রতি বছর রমজান মাসে আমি জেলায় কর্মরত পুলিশের সহযোগিতা নিয়ে মাদরাসার এতিম ছাত্র-ছাত্রীদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণের চেষ্টা করি।
পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা জানান, জেলার সকল এতিমখানায় ইফতার সামগ্রী বিতরণ করা হবে। আমার ইচ্ছা পবিত্র রমজানে জেলার সকল উপজেলায় এতিমদের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করব। ইফতার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন মাধবপুর সার্কেলর সিনিয়র সহকারী পুলিশ সুপার মহসিন আল মুরাদ, চুনারুঘাট থানার ওসি মো. মো: আলী আশরাফ প্রমুখ। সম্প্রতি পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা তিনি যোগদানের পরপরই জেলা পুলিশের সদস্যদের মনে জায়গা করে নেয়ার পাশাপাশি জেলার জনগণের মধ্যেও আস্থার প্রতীক হয়ে দাঁড়িয়েছেন। শীতকালে গরিবদের মধ্যে শীত বস্ত্র বিতরণ, করোনা পরিস্থিতিতে অসহায়দের মাঝে ত্রাণ সামগ্রী ও আর্থিক সাহায্য করছেন এবং তা বর্তমানেও বলবৎ রেখেছেন, এছাড়া বেদে পল্লীতে ও হিজরেদেরকেও সাহায্যদান'সহ নানা সামাজিক কর্মকাণ্ডে পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যার অবদান রয়েছে। এদিকে করোনা ভাইরাস সংক্রমণরোধে সবাইকে ঘরে অবস্থানের জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়। তার সুদক্ষ নির্দেশনায় ৯টি উপজেলার ৯টি থানার সকল পুলিশ সদস্যরা করোনা সংকট মোকাবেলায় ও লকডাউন নিশ্চিতে দিবানিশি কাজ করে যাচ্ছে। অসহায়দের খাদ্য সহায়তা থেকে শুরু করে হ্যান্ড স্যানিটাইজার,মাস্ক বিতরণসহ সব ধরনের কাজ করা হচ্ছে।