টিকা নিলেন জয়পুরহাট জেলার পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা

জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতাল কেন্দ্রে কোভিড-১৯ এর ২য় ডোজ ভ্যাসসিন (টিকা) নিয়েছেন জয়পুরহাট জেলার পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা(পিপিএম) । নিজে টিকা নেওয়ার পর পুলিশ সুপার সবাইকে টিকা নেওয়ার জন্য উৎসাহিত করেন । তিনি জানান, জয়পুরহাট জেলায় এ পর্যন্ত ৩১ হাজার ৮৫৪ জন প্রথম ডোজ ও ৮ হাজার ৮৬৪ জন ২য় ডোজ টিকা গ্রহণ করেছেন। জেলায় মোট এক হাজার ৫৩৭ জন করোনায় আক্রান্ত হলেও সুস্থ হয়েছেন এক হাজার ৪২৪ জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে চিকিৎসাধীন রয়েছেন ১০২ জন।