শিরোনাম

South east bank ad

গরিব ও দুস্থদের খাদ্যসামগ্রী দিল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ

 প্রকাশ: ২১ এপ্রিল ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   পুলিশ

গরিব ও দুস্থদের খাদ্যসামগ্রী দিল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) দক্ষিণ বিভাগের উদ্যোগে করোনা পরিস্থিতিতে গরিব ও দুস্থ মানুষকে খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে।

বুধবার (২১ এপ্রিল) দুপুর ১২টার দিকে রীমা কনভেনশন সেন্টারে সিএমপি দক্ষিণ বিভাগের ২৪টি বিট এলাকায় খাদ্য বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।

এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) বিজয় বসাক, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শাহ আব্দুর রউফসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিটি পরিবারকে চাল, ডাল, ছোলা, পেঁয়াজ, আলু, লবণ, ভোজ্যতেল ও সাবানসহ সাড়ে ১২ কেজি খাদ্যদ্রব্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী দেওয়া হচ্ছে। ২৪টি বিট এলাকায় ২ হাজার ৫০০ দরিদ্র পরিবারকে বাসায় পৌঁছে দেওয়া হবে এসব সহায়তা।

BBS cable ad

পুলিশ এর আরও খবর: