আইজিপি ড. বেনজীর আহমেদ এর বছর পূর্তিতে ঢাকা জেলা পুলিশ এর ফুলেল শুভেচ্ছা

২০২০ সালের ১৫ এপ্রিল বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ হিসেবে দায়িত্ব গ্রহন করেন ড. বেনজীর আহমেদ বিপিএম (বার)। পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) এর সফলতার এক বছর পূর্তিতে আজ ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন সরদার, বিপিএম, পিপিএম এর নেতৃত্বে ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
উল্লেখ্য, আইজিপি হিসেবে দায়িত্ব গ্রহণের পর বিট পুলিশিং এর মাধ্যমে পুলিশের সেবা জনগণের দ্বারে পৌছে দেয়া, দেশের মানুষকে নির্মোহভাবে ভালবেসে নিপীড়ন না করে আইনী সক্ষমতা কাজে লাগানো, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, পুলিশের দূর্নীতি মুক্ত থাকা, পুলিশের সার্বিক কল্যাণ নিশ্চিত করা এই বিষয়গুলো পালনের মাধ্যমে বাংলাদেশ পুলিশ বাহিনী এক অনুসরণীয় স্থানে পৌছেছে।